৩য় পর্যায়ের ফলাফলে যে সকল আবেদনকারী অপেক্ষমান তালিকায় ছিল, তাদের জন্য সর্বশেষ ফলাফল (০৩ অক্টোবর ২০২০) -এ প্রকাশিত হয়েছে । উক্ত ফলাফলে প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদেরকে ০৪/১০/২০২০ হতে ০৮/১০/২০২০ -এর মধ্যে নিশ্চায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফলাফল যাচাই করে চেক বক্স -এ টিক চিহ্ন প্রদান করে নিচে Update Button -এ Click করে ভর্তি নিশ্চিত করবেন। এরপর, আগামী ১১/১০/২০২০ হতে First Come First Serve (FCFS) পদ্ধতিতে অবশিষ্ট শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের ভর্তির জন্য সুযোগ দেয়া হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS