Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
টেকনিক্যাল সহকারী (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর)
Details

Vacancy

01

Job Context

  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর সেনানিবাসে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Job Responsibilities

  • প্রয়োজ্য নয়

Employment Status

Full-time

Educational Requirements

  • স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমান বিষয়ে ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

Experience Requirements

  • At least 4 year(s)

Additional Requirements

  • কম্পিউটারসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স, সাউন্ড সিস্টেম অথবা ইলেক্ট্রিক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ/মেরামত কার্যে ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • অবসরপ্রাপ্ত সেনাসদস্যগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য ও চুক্তিভিত্তিক নিয়োগ হবে। সকল প্রকার ইলেক্ট্রনিক্স, সাউন্ড সিস্টেম অথবা ইলেক্ট্রিক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ/মেরামত কার্যে ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা।

Job Location:নীলফামারী


Apply Procedure

 
১। শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, দুইকপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণ বায়োডাটা এবং সোনালী ব্যাংক / ট্রাষ্ট ব্যাংক হতে ৫০০/- (পাঁচশত) টাকার MICR /পে-অর্ডারসহ স্বাক্ষরিত আবেদনপত্র অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর বরাবরে আগামী ১৭ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

২। সকল পদের লিখিত পরীক্ষা আগামী ১৮ অক্টোবর ২০২০ তারিখ সকাল ১০০০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডেমোষ্ট্রেশন ক্লাস (সকলের জন্য নয়) ও মৌখিক পরীক্ষার তারিখ উক্ত দিনে অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এজন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন টিএ/ডিএ দেয়া হবে না।

৩। বিস্তারিত: www.cpscs.edu.bd
Application Deadline : 17 Oct 2020
Original Link: Click here

Salary

  • Negotiable
  • বেতনস্কেলঃ ৯৩০০-২২৪৯০ তৎসহ প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা।
Publish Date
16/10/2020
Archieve Date
17/10/2020

E-mail: moulvibazarpolytechnic@gmail.com    Cell: 01313910200    Telephone no: 02998818215